About

চিলেকোঠার জানালায়, ল্যাম্পপোস্টের জ্যোৎস্নায় দেখা শহর বদলে যায়। কলমে যদি গুলি ভরা যেত, খোলা আকাশের নিচে পড়ে থাকতনা মানবচেতনার মৃতদেহ। একটা কথার ফুলকি উড়ে শুকনো ঘাসে পড়বে, অপেক্ষায় থাকে চিলেকোঠার সেপাই। পথে যেতে যেতে দেখা হোক তুচ্ছ নুড়িপাথর, ধুলো আর বারুদের সাথে, কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, সে হিসাব করা অর্থহীন। শব্দ হতে চাওয়া ইচ্ছাগুলো ছড়িয়ে থাকে হাটে-মাঠে-বন্দরে-কারখানার গেটে-বাঁশের কেল্লায়। তাই কুড়িয়ে নিয়ে কখনও লেখা হয় স্বপ্ন, কখনও সম্ভাবনা, কখনও epitaph।